চাইল্ড পেডাগজি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর যা পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট, CTET পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়
এই পর্বে আমরা গুরুত্বপুর্ণ 20 টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো
১.শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ত্বের প্রবক্তা-
স্কিনার।
২.শিখনের প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা-
প্যাভলভ।
৩.শিখনের সমগ্রতা বাদী তত্ত্বের প্রবক্তা-
কোহলার; কফকা; ওয়ার্দিমার।
৪.শিশু নিকেতন স্থাপন-
মন্তেসরি।
৫.শিশুর নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তা-
কোহলবার্গ।
৬.শিশুর জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের প্রবক্তা-
পিয়াঁজে।
৭.প্রকল্প পদ্বতি-
কিল প্যাট্রিক।
৮.কিন্ডার গার্ডেন পদ্ধতি-
ফ্রয়বেল।
৯.বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্বের প্রবক্তা -
থার্স্টোন।
১০.বুদ্ধির 3Dতত্ব-
জে.পি.গিলফোর্ড।
১১.মানসিক বয়স ধারণাটি উদ্ভাবনক করেন-
বিঁনে- সাইমন।
১২.আচরণ বাদের প্রতিষ্ঠাতা-
ওয়াটসন।
১৩.শিখনের চিহ্নিতকরণ তত্ত্বের প্রবক্তা-
টলম্যান।
১৪.প্রাকপ্রাথমিক শিক্ষার কথা প্রথম বলেন-
প্লেটো।
১৫.শিখনের প্রচেষ্টা অ ভুল তত্ত্বের প্রবক্তা-
থর্নডাইক।
১৬.প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেন-
আলফ্রেড বিঁনে সাইমন।
১৭.শিখনের সামাজিক নির্মিতিবাদ -
ভাইগটস্কি।
১৮.বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ব-
গিলফোর্ড।
১৯.মন: সামাজিক বিকাশ তত্ব:
এরিকসন।
২০.সমস্যা সমাধান মুলক গবেষনা -
থর্ন ডাইক।
